Saturday, July 28, 2012

রুদ্রাক্ষ ৩য় ভাগ


  
                                      আপনারা ভাবছেন রুদ্রাক্ষ হারিয়ে গেল ? নাকি কোথাউ নিরুদ্দেশ হয়েগেল ?  সেরকম কিছুই হয় নি । রাস্তায় মাস্টারমশাই রুদ্রাক্ষ কে কাটারি হাতে দেখে থমকে যান  তারপর আন্দাজ করেন কিছু একটা ঘটনা ঘটেছে । তখন ভো্র হয়ে আসছিল । সূ্র্য্য পূর্ব গগনে উদিয়মান তার রক্তিম আভা রুদ্র(রুদ্রাক্ষ) র মুখমন্ডল কে রক্তিম করে তুলেছে । একটা দিব্য জ্যোতি তার মুখমন্ডল থেকে যেন ঠিক্ রে বেরুচ্ছে । মাস্টারমোসাইকে  রুদ্র  দেখে কাটারি টা হাত থেকে ফেলেদিয়ে ডুক্ রে কেঁদে ওঠে , কাঁদো কাঁদো গলায় বলে,”ওরা আমার বাবাকে মেরে ফেলেছে । ওদের আমি ছাড়বোনা।“  মাস্টারমোশাই রুদ্র কে কোলে তুলে নেন তারপর বলেন রুদ্র তুমিনা ভাল ছেলে ! ভাল ছেলেরা কি কাটারি ধরে ? আমিত আছি তোমার ভয় কি ?  তোমার মা তোমায় না দেখে অধীর হবেন । চল আমরা তোমাদের বাডী যাই ।
রুদ্র , মন্ত্র মুগ্ধের মত লক্ষী ছেলেটি র মত মাস্টারমশায়ের সঙ্গে বাডী ফিরে এল । ততক্ষনে পাডার লোকেরা ভীড় জমিয়েছে কুঞ্জ র ঘরে । মাস্টারমোসাই কে দেখে সবাই মনে বল পেল । সকলের এক প্রশ্ন কি করনিয় কারন সকলেই মর্মাহত । মাস্টার বলেন আগে শব শৎকার তার পর যা করনিয় । কিন্তু জনতা বলে আমরা বিধায়ক কে ঘেরাউ করব নিশিকান্ত র বাডি ঘেরাও করব । কুঞ্জ র অকাল মৄত্যুর র জন্য নিশিকান্ত চৌধুরী আর বিধায়ক ভগবান চৌধুরী দায়ি । সরকার এই মৄত্যুর জন্য ক্ষতিপুরন না দেওয়া ওবধি আমরা শব নিশিকান্ত র বাডীর সামনে রেখে ধারনা দেব। পরের দিন কাগজে বড বড করে বেরুলো হরিনারায়নপুর এ চাষী ম্রিত্যু । এন জি ও, পত্রকার , বিরোধী নেতাদের শ্রোত ছুটল । কেন কুঞ্জ আত্মহত্যা করতে বাধ্য হল? কি হবে লক্ষী র সিঁদুরের ? কেউ কি তার সোয়ামি কে ফেরাতে পারবে গা ? এ প্রশ্ন আপনাদের কাছে রাখলাম । এরকম হাজার হাজার রুদ্রাক্ষ র জন্ম হচ্ছে এ দেশে এরকম হাজার হাজার কুঞ্জ দারীদ্রের কশা ঘাতে মৄত্যু কে স্বাগত করতে বাধ্য হচ্ছে । থেকে জাচ্ছে কিছু  নিশিকান্ত,নিতাই,নিধিরাম,পুলিশ দারোগা র মতন স্বারথপর রক্ত পিপাষু মানুষ রুপি নরপশু এ জুগে তাদের ই সংখ্যা বেশি । 
  
                                                      ত্রিভুবনজিৎ  মুখার্জ্জী 

No comments:

Post a Comment